Notices

সুধী,
মেডিকেল শিক্ষায় কারিকুলাম একটি অপরিহার্য ভুমিকা পালন করে থাকে। একটি সুসংবদ্ধ, নীড বেইজ্ড কারিকুলাম জনকল্যাণমুখী মেডিক্যাল প্রফেশনালস তৈরী করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে মেডিক্যাল কারিকুলামকে পরিবর্ধন, পরিমার্জন করে সময়োপযোগী করা বিশেষভাবে জরুরী।

বর্তমান কারিকুলামে বিভিন্ন সাবজেক্টের সমন্বয়ের ক্ষেত্রে কিছু অসুবিধা পরিলক্ষিত হচ্ছে। বিশেষতঃ প্যাথলজি শিক্ষার পর্যায় নির্ধারণ এবং এর ব্যাপ্তি নিয়ে সংশ্লিষ্ট মহলে নানামত দেখা দিয়েছে।

বাংলাদেশ একাডেমি অব প্যাথলজি এব্যাপারে অংশীজনের মতের ভিত্তিতে একটি ঐক্যমত্য গঠনের লক্ষ্যে ’প্যাথলজি বিষয়ক কারিকুলাম আপডেট এবং অংশীজনের মতামত’ শীর্ষক ওয়ার্কশপের আয়োজন করতে যাচ্ছে।

এই লক্ষ্যে প্রাক-ওয়ার্কশপ প্রস্তুতিমূলক আলোচনা সভায় আপনাকে উপস্থিত থাকার জন্য একান্ত অনুরোধ করা হল।

সভার সম্মানিত সদস্যবৃন্দঃ

অধ্যাপক আবদুল মান্নান শিকদার
অধ্যাপক মোঃ ফজলুর রহমান
অধ্যাপক আবু উবায়েদ মোঃ মোহসিন
অধ্যাপক কানিজ রসুল
অধ্যাপক ফারুক আহমেদ
অধ্যাপক গোলাম মোস্তফা
অধ্যাপক পরিতোষ কুমার ঘোষ
অধ্যাপক এনামুল কবির
অধ্যাপক শামীমা ফেরদৌসি
ডাঃ শাহেদ আলী জিন্নাহ
ডাঃ শামীম ফারুক টিটু
ডাঃ সায়েকা হাবিব
ডাঃ শাহনাজ বেগম

অধ্যাপক রেজাউল করিম দেওয়ান- সদস্য সচিব

তারিখঃ ২৭/০৪/২০১৯, শনিবার, সময়ঃ সকাল ১০-০০ টা
স্থানঃ প্যাথলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ

ধন্যবাদান্তে
অধ্যাপক মোঃ নাসিমুল ইসলাম
সভাপতি, কারিকুলাম বিষয়ক কমিটি

সায়েন্টিফিক সেক্রেটারি, বাংলাদেশ একাডেমি অব প্যাথলজি।

Leave a Reply

Your email address will not be published.